রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
Uncategorized

লাইফ ‘পার্টনার’ হচ্ছেন অপূর্ব-মেহজাবীন!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

টিভি মিডিয়ার তুমুল জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন। দুজনে এবার হাজির হচ্ছেন ‘পার্টনার’ হিসেবে। এটি কোনও ব্যবসায়িক পার্টনার নয়, লাইফ পার্টনার! বাস্তবে নয়, নাটকে। অপূর্ব-মেহজাবীনের এক নতুন ধারার গল্প উঠে আসবে সদ্য নির্মিত ‘পার্টনার’-এর মাধ্যমে। আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি।

এর গল্পে দেখা যাবে, অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা। যদিও সড়কে তাদের পরিচয় ঘটে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। এবং নাটকের প্রায় পুরোটা জুড়েই চলতে থাকে সেই তিক্ততার রেশ। কাজটি প্রসঙ্গে অপূর্বের ভাষ্য এমন, ‘গল্পটি বেশ মজার। চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে দুজন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি। দর্শকরা আনন্দ পাবেন।’

পরিচালক জনির ভাষ্যও কাছাকাছি। তিনি বলেন, ‘শত্রু থেকে বন্ধুত্ব হওয়ার গল্প এটি। আমি চেয়েছি নতুন ধারার গল্প বলতে। বাকিটা দর্শকরা বিচার করবেন।’ ‘পার্টনার’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ১১ ডিসেম্বর নাটকটি উন্মুক্ত হবে আরটিভি’র পর্দায় এবং সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ