সুন্দরী সুরেলা কন্ঠশিল্পী সাবরিনা বশির। তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় ও আলোচিত গায়িকা। স্টেজ শো, টিভি চ্যানেল এবং অডিও মাধ্যম মাতানো এই গায়িকা ইতিপূর্বে শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় নতুন বছর উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন সাবরিনা বশির। শিরোনাম ‘আমরণ’। মেহেদী হাসান লিমনের কথায় গানটির মিউজিক করেছেন আহমেদ হুমায়ূন। গানটির ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। জানা গেছে, নতুন বছর উপলক্ষে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল এসবি এন্টারটেইনমেন্ট-এ আগামী ২৫ ডিসেম্বর গানচিত্রটি মুক্তি পাবে।
সাবরিনা বশির বলেন, ‘গানটির কথা খুবই চমৎকার। কথার সঙ্গে মিল রেখে মিউজিক দারুন হয়েছে। তাছাড়া সুন্দর একটি ভিডিও নির্মাণ হয়েছে। গানটি মূলত কথা নির্ভর। সময়ের চাহিদার কারণে ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। যতদিন বেঁচে আছি ভালোবেসে গান করব। সম্প্রতি ‘হারমনি’ নামের একটি স্টুডিও দিয়েছি। এখন থেকে নিজের স্টুডিওতে সব গান করব। ৩১ ডিসেম্বর তাহসান ভাই ও আমার আরও একটি নতুন গান মুক্তি পাবে এসবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সব সময়ই আমার গানের শ্রোতা দর্শক ও ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে গান করি। সময়ের চাহিদায় গান এখন শুধু শোনার বিষয় নয়, এটি এখন দেখার বিষয়ও। তাই গানের মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে অনেক সচেতন থাকি। আশা করছি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।’
Leave a Reply