মাস্টার্স শেষ করে কাজল ঘরে বসে আছে। অনেকদিন ধরে তার কিছুই ভালো লাগে না শুধু বেড়ানোই তার শখ। অথচ সে চাইলেই বাবার অফিসে বসতে পারে কিংবা অন্য কোথাও চাকরির চেষ্টা করতে পারে যদিও তার পরিবার আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল। উদাসী কাজল এখানে-সেখানে ঘুরে বেরিয়ে আড্ডা মেরে সময় কাটায় অন্যদিকে। অনেক আগেই কাজলকে মন দিয়ে রেখেছে সুমনা। তার বাবা উঠে-পড়ে লেগেছে সিরিয়াস ভাবে তাকে বিয়ে দেওয়ার জন্য। এতদিন সুমনা তার পরীক্ষার কথা বলে অনেক বিয়ের প্রস্তাব বাতিল করে দিয়েছে কিন্তু এখন পরীক্ষা শেষ তাই তার অজুহাত এখন আর কাজে লাগছে না। এমন অবস্থায় কাজলের নিষ্ঠুর উদাসীনতা তাকে দুঃখভারাক্রান্ত করে তোলে ক্ষোভের জন্ম হয়।
এদিকে কাজলের এই ছন্নছাড়া স্বভাবের জন্য তার বাবা দেওয়ান হাবিবের সাথে তার প্রায়ই ঝগড়া হয়। একদিন তা প্রকট আকারে রূপ নিলে রাতের বেলা কাজল ঘর থেকে বেরিয়ে যায়। দুশ্চিন্তায় পড়ে তার মা কোহিনুর বেগম তার খুব আদরের ছেলে কাজল। কিন্তু একরোখা কাজলের মনে এইসব পারিবারিক স্নেহ মায়া মমতা দাগ কাটতে পারে না। এমনই গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘আমি কিন্তু সিরিয়াস’। সঞ্জয় কান্ত’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নাট্যনির্মাতা এস. এম রুবেল রানা। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, সারিকা সাবা, ঝুনা চৌধুরী, শিশির আহমেদ, চাষী আরিফ, কবিতা চৌধুরী, রুপু প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন আতৈচি ভিশন ইন্টারন্যাশনাল। নির্মাতা জানান, খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।
Leave a Reply