রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
Uncategorized

বিশেষ নাটক ‘জননীর চোখ’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

শুভা এবং নোভা দুই বোন। মুক্তিযুদ্ধ কালীন সময়ে পাক বাহিনী তাদের দুই বোনকে জোর করে বিয়ে করে। আসলে এটি বিয়ের নামে প্রহসন ছিলো। পালাক্রমে দুই বোনের উপর চলতো নির্যাতন। এক সময় যুদ্ধ শেষ হয়ে যায় কিন্তু ততদিনে শুভা ও নোভার গর্ভে সন্তান চলে আসে। তারা বাড়ি ফেরার পথে জানতে পারে পরিবারের আর কেউ বেঁচে নেই। শুরু হয় তাদের নতুন ভাবে বেঁচে থাকার সংগ্রাম! এমনই গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘জননীর চোখ’।  শুভা চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা আর নোভা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী। সৈয়দ ইকবাল এর গল্পে চিত্রনাট্য ও পরিচাললা করেছেন অনিক বিশ্বাস। ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, হাসনাত রিপন, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালাম, নাফিস আহমেদ, মিনাক্ষী রায়, লিজা খানম, বাবুল বিশ্বাস প্রমুখ।

নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় দেশের জন্য শহীদদের আত্মদানের কথা। বীরাঙ্গনাদের আত্মসম্মান দানের কথা। তাই এ দিবসের নাটকে দেশপ্রেমের নতুন নতুন গল্প উঠে আসা উচিত। যেমন ‘জননীর চোখ’ নাটকে উঠে এসেছে মুক্তিযুদ্ধ কালীন লোমহর্ষক চিত্র।’

পরিচালক অনিক বিশ্বাস বলেন, ‘মুক্তিযুদ্ধে শুধু মানুষ মারা গেছে তা নয়। তৎকালীন স্থানীয় রাজাকারদের সহায়তার হাজারও নারী তাদের সম্মান হারায়, নির্যাতিত হয়। সুখের সংসার লণ্ডভণ্ড হয়ে যায়। তেমনই এক পরিবার ও দুই বোনের গল্প উঠে এসেছে ‘জননীর চোখ’-এ। নাটকে আমি মুক্তিযুদ্ধের কিছু দেখাইনি কিন্তু ওই সময়ে দুই বোনের জীবনে লোমহর্ষক চিত্র দেখিয়েছি। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে ‘জননীর চোখ’ নাটকটি প্রচার হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ