দেশে করোনাকালে ‘সম্মুখসারীর যোদ্ধা’ হিসেবে পুলিশের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ঠিক তেমন স্মরণীয় হয়ে থাকবে মানবিক কর্মী তাসনুভা আনান। চলমান করোনা মোকাবিলায় আক্রান্তদের ভয়ে যখন অধিকাংশ বিত্তবান মানুষ সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে স্ব-ঘোষিত হোম কোয়ারেন্টাইনে অবস্থান করেছেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশব্যাপী এই বন্ধের সময় দরিদ্র ও অভাবী, সংখ্যালঘু এবং দুর্বল গোষ্ঠী সহ যৌনকর্মীদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য ‘মানবিক যোদ্ধা পুরুস্কার-২০২০’ ভূষিত হয়েছেন তাসনুভা আনান। মোট ১০ জনকে এ পুরস্কার প্রদান করা হয়। এর আগে ‘হিরো অ্যাওয়ার্ড-২০২০’ এ ভূষিত হয়েছেন তাসনুভা আনান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, বিভিন্ন দূতাবাসের উর্ধতন কর্মকর্তাগণ, মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সেকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। তাসনুভার মানবিক কাজে অনেকেই সহায়তা করেছেন। সংগঠন থেকে শুরু করে তার কাজে সাধারণ মানুষও নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করেছেন। তাসনুভা চেষ্টা করেছেন দেশের প্রতিটি জেলায় সহায়তা করতে।
Leave a Reply