জনপ্রিয় মডেল-অভিনেতা শাহেদ শরীফ খান ও ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। এর আগে নাটক ও টেলিফিল্মে একসঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন। তারই ধারাবাহিকতায় তারা আবারও একটি নাটকে অভিনয় করলেন। নাম ‘বকবক বক্কর’। জাকির হোসেন উজ্জল এর রচনায় পরিচালনা করেছেন সবুজ খান। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে।
গল্পে দেখা যাবে, আবু বকর শহরেই থাকে। মাঝে মাঝে গ্রামে আসে। এমনিতে তার নাম আবু বকর হলেও গ্রামের মানুষ তাকে বক্কর নামে ডাকে। আর বেশি কথা বলার কারণে সেই নামের পাশে বকবক বিশেষন যুক্ত হয়ে যায়। একসময় তার নামই হয়ে যায় বকবক বক্কর। বাবা-মা মারা যাওয়ায় সে বাড়িতে আসলে একাই থাকে। কথা বলার কেউ না থাকলে হাতের কাছে যা পায় যেমন কলম, চিরনী, আয়না ইত্যাদি যা থাকে সেটার সাথেই কথা বলে। বকবক বক্কর এত বেশি কথা বলে যে, গ্রামের মানুষ আস্তে আস্তে তাকে এড়িয়ে যেতে থাকে। বকবক বক্কর পছন্দ করে বুবলীকে। বুবলী প্রথম প্রথম তাকে পছন্দ করলেও এখন এই অতি বাঁচালের কারণে সে তাকে এড়িয়ে চলে। বক্কর বিভিন্ন ভাবে বুবলীকে বোঝাতে যায়। তাকে বিয়ে করতে চায়। বুবলী ওকে একটা শর্ত দেয় যদি এক টানা সাত দিন কথা না বলে থাকতে পারে তাহলে সে তার সাথে বিয়েতে কোন আপত্তি নেই। কিন্তু সাত দিনতো ভাল কথা সাত মিনিট চুপ করে থাকাও বক্করের পক্ষে সম্ভব নয়। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বকবক বক্কর’।
এ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘নাটকের গল্পটি চমৎকার। অসাধারণ এই গল্পের কাজটিতে আমার সাথে রয়েছেন শাহেদ ভাই। দর্শকরা এই কাজটির মাধ্যমে সুন্দর একটি ম্যাসেজ পাবেন। আশা করি সবার ভালো লাগবে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
Leave a Reply