এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শোবিজের পথ চলা বেশির দিনের নয়। এরইমধ্যে সাবলীল অভিনয়ে দর্শকের মনে জায়গা পেয়েছেন তিনি। নির্মাতাদেরও তার প্রতি আস্থা বেড়েছে বহুগুণে। ফলে সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে ফারিণের ব্যস্ততাই বেশি। বলা চলে সময় এখন ফারিণের। আজকে উত্তরা তো কাল পুবাইল, এভাবেই যাচ্ছে ফারিণের শিডিউল। এক কথায় দম ফেলার ফুরসত নেই ছোট পর্দার মিষ্টি হাসির এই অভিনেত্রীর। এরই মধ্যে তিনি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘ট্রল’, অঞ্জন আইচের পরিচালনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা’ নাটকের কাজ শেষ করেছেন। শতাধিক খন্ড নাটকে অভিনয় করলে এখন পর্যন্ত ফারিণকে ধারাবাহিকে দেখা যায়নি। তবে ভবিষ্যতে ধারাবাহিকে কাজ করার ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করবেন।
চলতি বছর কেমন কেটেছে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, এ বছর নিয়ে অনেক পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ করে করোনার থাবা সব কিছু এলোমেলো করে দেয়। প্রায় তিন মাস সবাই কাজহীন ছিলাম। লকডাউন উঠে গেলেও সবাই ঝুঁকি নিয়ে কাজে ফিরি। শুটিংয়ে চাইলেও স্বাস্থ্যবিধি মানা সম্ভব না। তারপরও সবাই চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মেনে কাজ করার। নতুন বছর নিয়ে কি ভাবনা? উত্তরে ফারিণ বলেন, ‘নতুন বছর নতুন ভাবে শুরু করতে চাই। যদিও করোনা আতঙ্গ সঙ্গে নিয়েই বছর শুরু করতে হবে। নতুন বছর আরও সচেতন হয়ে কাজ করব। সংখ্যা নয় কাজে বিশ্বাসী। চলচ্চিত্র নিয়ে কি ভেবেছেন? সবারই স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করবেন। আমিও স্বপ্ন দেখি। এরইমধ্যে বেশ কিছু সিনেমার কাজের প্রস্তাব পেয়েছি তবে সেগুলোর গল্প মন মতো হয়নি বলে কাজ করা হয়নি। আশা করি চলচ্চিত্রে চমক নিয়েই অভিষেক হবে।’
Leave a Reply