ঢালিউড সুপারস্টার শাকিব খান। গেল এক যুগ ধরে ঢাকাই সিনেমার রাজত্ব করে চলেছেন এ নায়ক। অথচ এই নায়ককে নাকি নায়কই মনে হয় না উঠতি মডেল আফ্রি সেলিনার কাছে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া শাহরিয়ার নাজিম জয় এর উপস্থাপনায় বিশেষ টক-শো ‘৩০০ সেকেন্ড’-এ এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।
জয় তার প্রশ্নে আফ্রির কাছে জানতে চান, জনপ্রিয় অথচ এমন একজন অভিনেতার নাম বলুন যাকে আপনার নায়কই মনে হয় না। সেই প্রশ্নে আফ্রির সোজাসাপ্টা উত্তর, শাকিব খান। আর এমন মন্তব্যে এই অভিনেত্রীর উপর ক্ষিপ্ত হন শাকিব ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা রকম তর্ক বিতর্ক চলতে দেখা যায়। শাকিব খান সম্পর্কে এই মন্তব্য করে নেটিজেনদের তীর্যক মন্তব্যের মুখে পড়েছেন আফ্রি।
আফ্রির এমন মন্ত্যব্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলেছেন আলোচনায় আসার জন্য এ মডেল শাকিব খানকে ঘিরে এমন কথা বলেছেন। শাকিব বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট। তাকে নিয়ে মন্তব্য করার আগে দশবার ভাবা উচিত যে সে এমন মন্তব্য করার যোগ্যতা রাখে কিনা। ‘ওম্যান্স ওয়ার্ল্ড’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করেছিলেন আফ্রি সেলিনা। এরপর মডেলিং ও অভিনয় নিয়ে সমানতালে ব্যস্ত রেখেছেন নিজেকে।
Leave a Reply