এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান গায়ক শাওন গানওয়ালা। দুর্দান্ত গায়কী দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার কণ্ঠে বেশ কিছু গান ইতোমোধ্যে জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে শ্রোতাদের কাছে তার গানের চাহিদাও এখন উল্লেখযোগ্য। সেই শ্রোতাদের জন্য শাওন গানওয়ালা নিয়ে আছেন নতুন গান। এর শিরোনাম ‘স্বপ্ন নিয়ে চলা‘। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন সজীব খান ও আনিকা আক্তার। জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটি গেয়েছেন শাওন। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। এটি নির্মাণ করেছেন জিয়া উদ্দিন আলম। ঢাকার মনোরম লোকেশনে গানটি দৃশ্য ধারণ হয়েছে।
সজীব বলেন, গানের কথাগুলো চমৎকার। কথার সাথে মিল রেখে এর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। নতুন বছর উপলক্ষে আগামী ৪ জানুয়ারি জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পাবে। আশা করছি দর্শক মিউজিক ভিডিওটি পছন্দ করবে।
Leave a Reply