সবার কাছে নির্বাক অভিনেতা হিসেবেই পরিচিত মূকাকু খ্যাত নিথর মাহবুব । কিন্তু নান্দনিক অভিনয়ের বাহিরে তার কন্ঠেও যে যাদু আছে তা অনেকের কাছেই ছিল অজানা। করোনায় এই সময়ে ঘরে অবসর না থেকে এখন আবৃত্তিতে মগ্ন তিনি। ধারাবাহিক ভাবে নিজের ফেসবুকে ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন নিজের কন্ঠের আবৃত্তির ভিডিও। আজ (২৯ ডিসেম্বর) প্রকাশ করলেন তারেক মাহমুদের লেখা ‘মৃত্যু তোমাকে নিমন্ত্রণ, তবে..’ কবিতাটি, কদিন আগে প্রকাশ করেছে জীবনান্দ দাশের ‘রুপসী বাংলা’ কবিতাটি। তিনি জানান আবৃত্তিগুলো দর্শকশ্রোতারা পছন্দ করছেন বলেই নতুন নতুন আবৃত্তির ভিডিও তৈরিতে আগ্রহী হচ্ছেন। কমেন্ট বক্সে ও ইনবক্সে অনেকেই আবৃত্তির প্রশংসা করছেন এবং তাদের অনুরুধের কবিতা আবৃত্তি করতে বলছেন। সব মিলিয়ে চলতি বছর নিজের কন্ঠের আবৃত্তি দিয়ে ১৩টি ভিডিও প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে স্বরচিত দুইটি কবিতাও আছে।
২০২০ এর শুরুর দিকটা ভালই যাচ্ছিল মূকাকু খ্যাত নন্দিত এই শিল্পীর। দূরন্তের মূকাকুর সুবাদে একেরপর এক পাচ্ছিলে স্টেজ শো’র আমন্ত্রণ। কিন্তু করোনার কারণে থেমে যায় সেই গতি। লকডাউনের কারণে হাতছাড়া হয় ছোট বড় পাঁচটি মাইম শো। তারপর গত ১০মাসে লকডাউনের পরে একটি মাত্র শো করেছেন এই মাইম তারকা। মূকাভিনয়ের বাইরে ফ্রিলেন্স তিনি বিভিন্ন দলের সঙ্গে মঞ্চনাটকেও অভিনয় করেন। কিন্তু লকডাউনের কারণে নাটকে অভিনয় করতেও উঠা হয়নি মঞ্চে। তবে শূন্যন রেপার্টরি থিয়েটারের ‘লালজমিন’ নাটকটির নেপথ্যে কাজ করেছেন নিয়মিত। দুই তারিখে মহিলা সমিতি মঞ্চে এই নাটকটির ২৫৯শোতে থাকছেন তিনি।
লকডাউন উঠে গেলে যখন টিভি নাটকের শুটিং শুরু হয় তখন টিভি নাটকে টানা অভিনয় করতে দেখা যায় নিথর মাহবুবকে। কিন্তু বেশকিছু নাটকে অভিনয় করার পর টিভির কাজও থেকেও বিরত আছেন তিনি। এ বিষয়ে নিথর মাহবুব বলে,‘‘ভেবেছিলাম মঞ্চের কাজ যখন বন্ধ আছ টিভিতেই এখন কাজ করতে থাকি। একটি ধারাবাহিকসহ বেশকিছু এক ঘন্টার নাটকে অভিনয়ও করেছি। এর মধ্যে কিছু প্রচার হয়েছে, আর কিছু আছে প্রচারের অপেক্ষায়। কিন্তু একদিন শুটিংয়ে যাবার পথে পাঠাও এর বাইক এক্সিডেন্টে আহত হলে ২০দিনের মতো ঘরে বিশ্রামে থাকতে হয়েছে, ঘার ও কাঁধের ব্যথা সেরে না উঠতেই দেখাদেয় করোনার উপসর্গ। যদিও আমি টেস্ট করাইনি কিন্তু লক্ষণ যা ছিল তা করোনারই। এর জন্য আবার দুই সপ্তাহের মতো ঘরবন্ধি থাকি। এর মধ্যে মারা যান আমাদের পত্রিকার সম্পাদক মনির ভাই। অফিসে বেড়ে যায় কাজের চাপ। সব মিলিয়ে কয়েক মাস থরে তেমন শুটিং করা হয়নি। তারপরেও এর মধ্যে কিছুদিন আগে ভালবাসা দিবসের জন্য একটি নাটকে অভিনয় করেছি। এবং নতুন বছরের শুরুতেই ভাল কিছু কাজের প্রস্তাব আছে। আশা করছি ছোট পর্দায় হিরো হিসেবে আমার কাজ শুরু হবে ২০২১সালের শুরুতেই।’
তিনি আরো বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নতুন নতুন বিষয়ে শেখার আগ্রহ। তাই করোনার এই সময়ে ঘরে বসে অনেককিছু শিখছি ইউটিউব ঘেটে। এর মধ্যে আছে সাউন এডিটিং ও ভিডিও এডিটিং। যার ফলে নিজের আবৃত্তি রেকর্ড করে নিজেই এডিট করে তার সঙ্গে স্থীরচিত্র ও ভিডিও ফুটেজ যুক্ত করে ভিডিও বানিয়ে সেগুলো নিজের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপলোড দিতে পারছি।’
Leave a Reply