জমজমাট প্রতিবেদক: করোনা ভাইরসের কারণে অনেক দিন ধরেই বন্ধ ছিলো সকল ধরনের শুটিং। তবে সম্প্রতি শর্তসাপেক্ষে ফের শুরু হয়েছে শুটিং। আসছে ঈদুল আযহাকে কেন্দ্র করে পুরোদমে চলছে নাটক ও টেলিফিল্মের শুটিং। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মাহফুজুর রহমান রচিত এবং এনায়েত শিপুল পরিচালিত নির্মিত হয়েছে নাটক ‘গায়ে হলুদ’। কমেডি ধাঁচের এই নাটকটি সাত পর্ব ঈদের দিন থেকে একটানা সাতদিন প্রচারিত হবে মাইটিভিতে রাত ৯টা ২০ মিনিটে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, ইভানা, তানভীর, সানিতা সামান্তা, শামীমা নাজনীন, হায়দার আলী, আজম খান, এস. এম. মহসিন, শামীম ভিস্তি, জুলফিকার চঞ্চল ও মহসিন রনি সহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, আজই বিয়ে করবো এই অভিপ্রায়ে ঘর থেকে বেরিয়ে আসা গীতির কাছে সার্থকের একটাই শর্ত, বাসর হবে ভাওয়ালের গভীর বনে, গাছের ডালে। চাঁদের আলোয় নববধুর শিশির সিক্ত মুখ দেখতে চায় সে। এক রাতেই ওরা বুঝে ফেলে, বিশ্বব্যাপী সমস্যা সংকুল বন, পর্বত শীর্ষ, অরণ্য আর উত্থাল সাগরে ছড়িয়ে থাকা ভয়মাখা আনন্দগুলোই বিশ্বসেরা। বাবার অগাধ সম্পদের নরম বিছানায় গা এলিয়ে জীবনটা কাটিয়ে দেয়ার ভেতর কোনো সুখ নেই। তারা প্রতিজ্ঞা করে, বাকী জীবনটা কাটাবে সাগরে-অরণ্যে, পাহাড়ে-গিরিখাদে। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
Leave a Reply