সারা দেশে জেঁকে বসেছে শীত। এতে কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। এক টুকরে কাপড়ের আশায় রয়েছেন তারা। এবার সবচেয়ে বেশি শীত পড়ার আবাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। খড়-খুটো জ্বালিয়ে শীত নিবরণের চেষ্টা করছেন খেটে খাওয়া মানুষ। শীতার্ত এসব মানুষের কথা চিন্তা করে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ছুটে গিয়েছেন নিজ এলাকা বগুড়ায়। বুধবার (৩০ ডিসেম্বর) অপু বিশ্বাস বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ প্রসঙ্গে ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, ‘শীতে স্বল্প আয়ের মানুষদের বেশি কষ্ট হয়। তাদের ঘরে শীতবস্ত্র বা কম্বল পর্যাপ্ত থাকে না। আমি দেখেছি আমার এলাকার অনেক শীতার্ত মানুষ রয়েছেন। তাদের কষ্ট আমাকে ব্যথিত করে। তাই ঢাকা থেকে কিছু কম্বল নিয়ে ছুটে গিয়েছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। সবার কাছে প্রত্যাশা, সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। করোনার এই সময়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। কারণ এখন সচেতন থাকটা খুব জরুরি।’
এর আগেও অপু বিশ্বাস অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে করোনা সংকটের শুরুতে দিনমজুরদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন তিনি। অপু বিশ্বাস সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়া বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারী অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমাটি।
Leave a Reply