না ফেরার দেশে চলে গেছেন চিত্রনায়ক জায়েদ খানের বাবা এম এ হক। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
তিনি জানান, আঙ্কেল দীর্ঘদিন ধরে নিউমোনিয়া এবং ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত চারদিন তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল তার অবস্থা অনেকটাই ভালো ছিল। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুরে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। পিরোজপুরে দুটি জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
চলচ্চিত্রে জায়েদ খানের যাত্রা শুরু হয় ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ ছবি দিয়ে। রোমান্টিক ধাঁচের এই ছবি পরিচালনা করেন মহম্মদ হান্নান। পরের বছর তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের মানুষ’ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘মন ছুঁয়েছে মন’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান। এ পর্যন্ত তিনি ১৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। জায়েদ খান বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply