নিজের মায়াবী কন্ঠ আর সুরের যাদুতে সঙ্গীত পিপাসুদের মনে অনন্য এক জায়গা করে নিয়েছে মুহাম্মদ মিলন। নিয়মিত ভালো কিছু কাজ উপহার দিয়ে যাচ্ছেন শ্রোতা-দর্শকদের। নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। আগামীকাল মুক্তি পাচ্ছে মিলনের নতুন বছরের প্রথম গানচিত্র ‘সাধের ময়না’। গানটি প্রকাশ করছে রঙ্গন মিউজিক। জামাল হোসেনের গীতিকবিতায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। রোমান্টিক গল্পে, সমাজের অসঙ্গতির গুরুত্বপূর্ণ ম্যাসেজ নিয়ে নির্মিত হয়েছে গানের ভিডিও। এর গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহিন আওলাদ। সম্প্রতি গানটির ভিডিও মানিকগঞ্জ ও পূবাইলের মনোমুগ্ধকর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে। এতে অভিনয় করেছেন মিষ্টি জাহান, মিলন, সেলিম রেজা এবং নুর মোহাম্মদ।
নতুন গানচিত্র নিয়ে মিলন বলেন, ‘গানটির কথা সুর হৃদয়ষ্পর্শী। শ্রদ্ধেয় জামাল ভাই অসাধারণ কাব্য মালায় গানটি সাজিয়েছেন। রেজওয়ান ভাই দারুন সুর ও সঙ্গীতায়োজন করেছেন। আমার গায়কীর সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। আর ভিডিওর কথা বলবো, এর আগেও মাহিন ভাইয়ের সাথে আমার একাধিক কাজ হয়েছে যার সব গুলোই ছিলো ব্যতিক্রম এবং শ্রোতা-দর্শকদের জন্য চমক। এটিও তার ব্যতিক্রম নয়। তার মিউজিক ভিডিও মানেই গল্প-সংলাপ আর চিত্রনাট্যে মানুষকে দায়বদ্ধতায় বেধে রাখার যাদু। এই ভিডিওটি সে রকমই। আশা করছি ‘সাধের ময়না’ সবার ভালো লাগবে।’
গীতিকার জামাল হোসেন বলেন, ‘সাধের ময়না’ একটি স্যাড রোমান্টিক গান। সুর ও সঙ্গীত দারুন হয়েছে, মিলন অসাধারণ গেয়েছে। আর মাহিন আওলাদের ভিডিও মানেই ভিন্নতা। তার প্রতিটি কাজ আলাদা। একটির সাথে অন্যটির মিল খুঁজে পাওয়া যায় না। সে গল্প, সংলাপ ও চিত্রনাট্যে আবারো তার মুন্সীয়ানা দেখিয়েছে। সব মিলে রঙ্গন মিউজিকের নতুন বছরের প্রথম নিবেদন সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
নির্মাতা মাহিন আওলাদ বলেন, ‘আমি বরাবরই একটু ভিন্ন ধারার কাজ করতে পছন্দ করি এবং আমার প্রতিটি কাজেই আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে একটি ম্যাসেজ থাকে। এই কাজটিতেও একটি ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমার পূর্বের কাজগুলোর ন্যায় এই কাজটিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। বাকিটা দর্শক গানটির ভিডিও দেখার পর মুল্যায়ন করবেন।’
Leave a Reply