নতুন বছরে নতুন ছবির খবর দিলেন চিত্রনায়ক আামন রেজা। এ্যাডওয়ার্কস প্রযোজিত আমানের নতুন ছবির নাম ‘বি ফর আই ডাই’। মঙ্গলবার এফডিসিতে শুটিং দিয়ে শেষ হয়েছে পুরো সিনেমার কাজ। সিনেমাটি নির্মাণ করেছেন মিনহাজ কিবরিয়া। এ ছবিতে আরও অভিনয় করেছেন সাঙ্কু পাঞ্জা, আফরি সেলিনা, ইফতি আহমেদ, শম্পা রেজা, শিবা শানু, শিমুল খান। সংগীত আয়োজনে ছিলেন এস আই টুটুল, নির্ঝর চৌধুরী প্রমুখ। মিনহাজ কিবরিয়ার পরিচালনায় আমান রেজার এটি তৃতীয় ছবি। এর আগে মুক্তি পেয়েছে ‘সুরিনগর’ সিনেমাটি। একই নির্মাতার পরিচালনায় মুক্তির অপেক্ষায় আছে আমান রেজা অভিনীত ‘শতরূপে শতবার’।
আমান রেজা জমজমাটকে বলেন, ‘বি ফর আই ডাই’ ইন্টারন্যাশনাল বাজারের কথা চিন্তা করে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ও লন্ডনে ছবির শুটিং হয়েছে। এ ছবিতে আমাকে যে চরিত্রে দেখা যাবে এ রকম আমান রেজাকে দর্শক আগে কখনো দেখেনি। দর্শকরে জন্য চমক আছে। সব দেশের দর্শকের কথা মাথায় রেখেই ছবিটি নির্মিত হয়েছে। সিনেমা হলের পাশাপাশি ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। ছবিটি নিয়ে আমি আশাবাদী।
Leave a Reply