ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক শিপন মিত্র। বর্তমানে চলচ্চিত্রে ব্যস্ত তিনি। শিপন এরইমধ্যে শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ ও সোয়েব সাদিক সজীব এর ‘সুজুকি’ সিনেমার শুটিং। চলচ্চিত্রের পাশাপাশি মাঝে মাঝে নাটকেও অভিনয় করেন তিনি। সম্প্রতি শিপন ও মম এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আসন্ন ভালোবসা দিবসের একটি নাটকে। নাম ‘বৃষ্টির গান’। এতে সেলিম চরিত্রে শিপন মিত্র ও সানু চরিত্রে জাকিয়া বারী মম অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে। এতে আরও অভিনয় করেছেন মৌ শিখা, পীরজাদা হারুন প্রমুখ। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আরটিভিতে নাটকটি প্রচার হবে।
নাটকটি প্রসঙ্গে শিপন মিত্র জমজমাটকে বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের মেয়ে সানু। সেলিম জুনিয়র অফিসার হিসেবে নতুন ব্যাংকে চাকরি নিয়েছেন। দুই পরিবারের মতে সানুর সাথে সেলিমের বিয়ে ঠিক হয়। তবে বিভিন্ন কারণে ঝামেলা তৈরি হয়। আর ছোটবেলা থেকে সেলিম বৃষ্টিকে ভয় পায়। কেন ভয় পায় তা জানতে হলে নাটকটি দেখতে হবে। আগামী ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।’
Leave a Reply