কক্সবাজারে আট নাটকের শূটিং শেষে ঢাকায় ফিরেছেন একঝাঁক তারকাশিল্পী। রাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আট নাটকের শূটিংয়ে কক্সবাজার গিয়েছিলেন তারা। নাটকগুলো নির্মাণ করেছেন দীপু হাজরা, বি ইউ শুভ ও আসাদুজ্জামান আসাদ। অভিনয় করেছেন সজল, সারিকা, নজরুল রাজ, মনোজ প্রামাণিক, শবনম ফারিয়া, মাসুম বাশার প্রমুখ। গেল বছরের শেষ সপ্তাহ থেকে নতুন বছরের শুরুর দিন পর্যন্ত কক্সবাজারে শূটিং হয় নাটকগুলোর। এরপরই পর্যায়ক্রমে ঢাকায় ফিরেন তারকারা।
নজরুল রাজ বলেন, ‘আমি তিনটি খন্ড নাটক ও একটি টেলিছবিতে অভিনয় করেছি। প্রতিটি নাটকের চরিত্রে ভিন্নতা আছে। আশা করছি দর্শক নাটকগুলো পছন্দ করবে।’ এ বিষয়ে সজল বলেন, ‘কক্সবাজারে ভাল একটি ট্যুর ছিল। টানা ১ সপ্তাহ শূটিং করেছি। গল্প লোকেশন সবমিলিয়ে অভিজ্ঞতা দারুণ ছিল। আশা করছি নাটকগুলো প্রচারে আসলে দর্শকদের ভাল লাগবে।’
Leave a Reply