২০১৮ সালের স্বাধীনতার মাসে বেসরকারি চ্যানেল আরটিভিতে নির্মাতা সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় প্রচার শুরু হয়েছিল এ সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিটিং মাস্টার’। দেখতে দেখতে ধারাবাহিকটি প্রচারের ২ বছর পেরিয়ে গেছে। আগামী বুধবার নাটকটির ৪০০তম পর্ব প্রচার হবে আরটিভির পর্দায়। আরটিভি কর্তৃপক্ষ খুশি হয়েই সঞ্জিত সরকারকে ধারাবাহিক এ নাটকটি নিয়মিত নির্মাণ করে যেতে বলেন। যে কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও ‘চিটিং মাস্টার’ দর্শকের জনপ্রিয়তার কারণে এখনও প্রচারেই আছে। আগামী বুধবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে ‘চিটিং মাস্টার’-এর বিশেষ পর্বটি প্রচার হবে।
সঞ্জিত সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, একটি ধারাবাহিক ৪০০তম পর্বে আসা একজন নির্মাতার জন্য মাইলফলক ছোঁয়ার মতো বিষয়। এটাই আমার জন্য আমি মনে করি অনেক বড় প্রাপ্তি। আমি আরটিভি কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি শুরুতেই বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আরফান আহমেদ, আ খ ম হাসান, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, নাদিয়া নদী ও তারিক স্বপনের কাছে। কারণ তারাই মূলত শুরুতে নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে এককথায় দুর্দান্ত অভিনয় করেছেন। তাদের কাছে আমি ঋণী। পরে যারা বিভিন্ন সময় নাটকের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন যেমন সাজু খাদেম, প্রাণ রায়, নিলয়, মেমী আপা, আইরিন তানিসহ অনেকে। তারাও নাটকটির দর্শকপ্রিয়তার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রেখেছেন। সত্যি কথা বলতে কী, একটি নাটক নির্মাণের ক্ষেত্রে ইউনিটের প্রত্যেকেরই আলাদাভাবে ভূমিকা থাকে। তাই পুরো ইউনিটের প্রতি আমি কৃতজ্ঞ।
Leave a Reply