দেশের নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি। গত ৯ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ওই সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অভিনেতা এসএম মহসিন, কমিশনের সদস্য ঝুনা চৌধুরী ও অনন্ত হীরার নাম ঘোষণা করা হয়। এছাড়া আপিল বিভাগের দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ ও আবুল হায়াত।
শীঘ্রই নির্বাচনী তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার। সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকে সফলতা ও ব্যর্থতা দুটোই স্বীকার করলেন সালাউদ্দিন লাভলু। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ডিরেক্টরস গিল্ডের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি সালাউদ্দিন লাভলু ও সম্পাদক এসএ হক অলিক নির্বাচিত হন।
Leave a Reply