জনপ্রিয় সংগীত শিল্পী প্রতীক হাসান। নিজের সুরেলা কন্ঠে এরইমধ্যে সংগীতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। মিশ্র অ্যালবামের পাশাপাশি প্রকাশ হয়েছে একক অ্যালবামও। অকাল প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান। বাবার মতোই সুরেলা মিষ্টি গায়কী তার। এরইমধ্যে বেশ কিছু গান দিয়ে তৈরি করে নিয়েছেন গ্রহণযোগ্যতা। অডিও গানের পাশাপাশি প্রতীক গান করেছেন চলচ্চিত্র ও নাটকে। আজ এ সংগীত শিল্পীর জন্মদিন। জমজমাট ম্যাগাজিনের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।
প্রতীক জমজমাটকে বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে এই দিনটি গুরুত্বপূর্ণ। জন্মদিনে একমাত্র চাওয়া করোনা মুক্ত বিশ্ব চাই। করোনার কারণে আমাদের সংগীতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সে ক্ষতি সাথে নিয়েই নতুন বছরের সূচনা। এ ক্ষতি কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে। তারপরও নতুন বছর নতুন স্বপ্ন বুকে নিয়ে শুরু করেছি। সামনে বেশ কয়েকটি নতুন গান আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
Leave a Reply