প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে নতুন বছর মুক্তি পেয়েছে এআর রাব্বির নতুন গানের মিউজিক ভিডিও। রণক ইকরামের কথায় গানটিতে সুরারোপ করেছেন শিল্পী এআর রাব্বি নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক। মাইদুল রাকিবের পরিচালনায় সিনেম্যাটিক ভিডিওটিতে মডেল হয়েছেন ফয়সাল হাসান ও সামিহা স্বর্ণালী।
গান প্রসঙ্গে কন্ঠশিল্পী এআর রাব্বি বলেন,‘এই গানটি মূলত তরুণদের টার্গেট করে তৈরি করা। গানের টাইটেল নষ্ট হলেও এখানে কোনো ভুল বার্তা নেই। মূলত প্রেমে ব্যর্থ তরুণের হতাশার গল্প ফুটে ওঠেছে এই ভিডিওটিতে।’ গানটির ভিডিও পরিচালক মাইদুল রাকিব বলেন, ‘আমি আসলে ফিকশনের মানুষ। এই গানটিতে অন্যরকম মাদকতা খুঁজে পেয়েছিলাম। আশা করছি শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।’
দীন ইসলাম শারুখের চিত্রগ্রহণে গানটি সম্পাদনা করেছেন রনি শিকদার জিতু। লায়নিক মাল্টিমিডিয়া থেকে একই শিল্পীর ত্রিশটির অধিক গান তৈরি করা হয়েছে। এই গানের মাধ্যমেই লায়নিকের একশো গানের প্রকল্প শুরু হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
Leave a Reply