অবশেষে সেন্সর ছাড়পত্র পেল চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী জুটির সিনেমা ‘প্রিয় কমলা’। মুক্তিযুদ্ধকালে পাড়া গাঁয়ের এক প্রেমিক জুটির গল্প ফুটে উঠবে এ সিনেমায়। অভিনেতা, পরিচালক ও প্রযোজক শাহরিয়ার নাজিম জয় নির্মিত সিনেমাটি গত বিজয় দিবসকে সামনে রেখে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল। কিন্তু ১৩ ডিসেম্বর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে কিছু সংশোধনী সাপেক্ষে আবার জমা দিতে বলেন। পরবর্তীতে নতুন করে সিনেমাটি জমা দেন জয়। এবার সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে বোর্ড।
এখন আর ছবিটি মুক্তি দিতে বাধা নেই। এর আগে অপু-বাপ্পী দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অভিনয় করেন। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। অপু অভিনীত নির্মাণাধীন বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’। নির্মাতা জানান সব কিছু ঠিক থাকলে চলতি বছর ছবিটি মুক্তি পাবে। অন্যদিকে বাপ্পী অভিনীত মুক্তির অপেক্ষায় ‘৫৭০’ সিনেমাটি। নির্মাণাধীন অপূর্ব রানা পরিচালিত ‘গিভ এন্ড টেক’।
Leave a Reply