এ সময়ের শ্রোতাপ্রিয় গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। যতগুলো গান গেয়েছেন বলা যায় প্রতিটি গানের জন্যই তিনি প্রশংসিত হয়েছেন। সর্বশেষ গত বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তানজীবের গাওয়া ‘ডুবে ডুবে’ গানটি সাড়া ফেলে। এ গানে তার বিপরীতে কাজ করেছিলেন মডেল-অভিনয়শিল্পী সেমন্তী সৌমি। সম্প্রতি তানজীব ও সৌমীকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা গেছে।
একটি গণমাধ্যমে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেন তানজীব সারোয়ার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বাস করেন, সে আমার ভালো বন্ধু। শুধুই বন্ধুর সম্পর্ক তাঁর সঙ্গে। এ নিয়ে যদি কেউ অন্য সম্পর্কের কথা ভাবেন, তাহলে ভুল হবে। কারণ, প্রেম বিষয়ে বাসা থেকে বাধা আছে। আমি মা-বাবার একমাত্র ছেলে। মা আমাকে চোখে চোখে রাখেন। বোঝেন না, আমার স্টুডিওটাও বাসার বাইরে নিতে দেননি। কাজ না থাকলে মা বাসা থেকে বের হতে দেন না। এমনকি গত থার্টি ফার্স্ট নাইটেও বাইরে বের হতে দেননি মা। মা ভাবেন, আমি এখনো স্কুলের ছোট্ট খোকা।’
Leave a Reply