জনপ্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, রওনক হাসান ও শিশুশিল্পী তাজিম নতুন বছরে এক সঙ্গে কাজ করলেন একটি একক নাটকে। শিরোনাম ‘সরি বাবা’। আমাদের সমাজে ঘটে যাওয়া ঘটনা নিয়েই নাটকের গল্পটি। বিদ্যুৎ রায়ের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জুয়েল হাসান। আজ রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে নাটকটি প্রচার হবে।
নাটকে দেখা যাবে, বিয়ের পর ঘরে সুন্দরী বউ আসলে সন্তান বাবা-মা থেকে দূরে সরে যায়। শেষ বয়সে সন্তানদের কাছে অবহেলার পাত্র হয়ে পড়েন পিতা-মাতা। একটা সময় জন্মদাতা পিতাকে রেল স্টেশন ফেলে আসে সন্তান। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।
নাটকটি প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘বাবাদের যত্ন নিন, ভালবাসুন, আগলে রাখুন। একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না। এই বাবা-মায়ের জন্যই আমরা পৃথিবীর সুন্দর আলো বাতাস দেখতে পাচ্ছি। গল্পটি চমৎকার। আমাদের দেশে এরকম অনেক ঘনটা ঘটে। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।’
তাজিম বলেন, ‘দাদুরাও শেষ বয়সে আমাদের মত কিছুটা শিশু সুলভ হয়ে যান। তাদের কারো সাথে এ রকম ঘটনা যেন কখনো না ঘটে। নাটকের ঘটনা থেকে আমাদের বাস্তব জীবনে সবার শিক্ষা লাভ করা উচিত।’
Leave a Reply