‘নায়করাজ’। এই শব্দটি উচ্চারনের পর নাম বলার প্রয়োজন পড়ে না। বাংলাদেশের তো বটেই, পশ্চিম বাংলার মানুষেরাও বুঝে যান কার কথা বলা হয়েছে। এ দেশের চলচ্চিত্র শিল্পের বুনিয়াদ রচনায় তাঁর অপরিসীম অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। নায়করাজ রাজ্জাক একাধারে অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। তাঁর নির্মাণ করা চলচ্চিত্র যেমন ব্যবসা সফল হয়েছে, তেমনি সুনির্মিত ছবি হিসেবে প্রশংসিত হয়েছে। পেয়েছেন ‘স্বাধীনতা পুরস্কার’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য পাঁচবার পেয়েছেন জাতীয় পুরস্কার।
জীবনের মানচিত্রে বহুপথ পাড়ি দিয়ে ২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। আজ ২৩ জানুয়ারি চলচ্চিত্রের এই কিংবদন্তির জন্মদিন। বেঁচে থাকলে ৮০ বছরে পা রাখতেন তিনি। নায়করাজের জন্মদিন ঘিরে চলচ্চিত্রাঙ্গনসহ শোবিজের নানা অঙ্গনের মানুষ তাকে স্মরণ করবেন শ্রদ্ধায়। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। যার পুরো নাম আব্দুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে রাজ্জাক তার অভিনয় জীবন শুরু করেন। তারপরের গল্প অজানা নয়।
২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নায়ক রাজ রাজ্জাক আজীবন সম্মাননা অর্জন করেন। এ ছাড়াও বেশ ক’বার বাচসাস সহ পেয়েছেন অনেক পুরস্কার, পদক ও সম্মাননা। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গঠিত হবার পর তিনি ছিলেন প্রথম সভাপতি। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন নায়ক রাজ রাজ্জাক। নায়করাজ রাজ্জাক সর্বশেষ তার বড় ছেলে নায়ক বাপ্পারাজের নির্দেশনায় ‘কার্তুজ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
Leave a Reply