সু-অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে যে কয়জন অভিনেত্রী দর্শকের সামনে নিজেকে অপরিহার্য জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাটকে তার অভিষেক হুমায়ুন আহমেদের ‘বুয়া বিলাস’ নাটকের মধ্যে দিয়ে। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। সব মিলিয়ে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন। তবে বর্তমানে এ অভিনেত্রী নাটক থেকে ছুটি নিয়েছেন। দীর্ঘ চার বছর ধরে নাটক থেকে দূরে আছেন। ভালো গল্পের ক্ষুধা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এ লাক্স তারকা। সম্প্রতি বাঁধন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এর পরিচালক সৃজিত মুখার্জি। ওয়েব সিরিজের কেন্দ্রীয় মুশকান জুবেরী চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কলকাতায় শুটিংয়ে অংশ নিয়ে দেশে ফিরেছেন তিনি। ওয়েব সিরিজটি নিয়ে আশাবাদী তিনি।
চরিত্রটি নিয়ে বাঁধন বলেন, বাংলাদেশের লেখক নাজিম উদ্দিন এ চরিত্রটি জন্ম দিয়েছেন। তার আবিস্কারে মুগ্ধ। তার সৃষ্টি অসাধারণ। স্বাধীনতা চেতা, আত্নবিশ্বাসী একটি চরিত্র। আমি মুশকানের প্রেমে পড়েছি। এ চরিত্র ধারন করার সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় কিছু। যেমন সুযোগ তেমন চ্যালেঞ্জেরও। শতভাগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। চরিত্রটির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। আশা নয় বিশ্বাস এটি দর্শক পছন্দ করবে। নতুন এক বাঁধনকে খুজে পাবে দর্শক। এই ওয়েব সিরিজ দিয়ে লম্বা বিরতির ইতি টানলেন। এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন বাঁধন। ভালো গল্প ও চরিত্র পেলে এ লাক্স কন্যা চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান। পাশাপাশি ওয়েব সিরিজে। তবে নাটকে আপাতত না। জীবন ভিত্তিক ও নারী প্রধান গল্পে বেশ আগ্রহ বাঁধনের। ভালো কাজের আশায় চার বছর ধরে নাটকে নেই তিনি।
Leave a Reply