রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
Uncategorized

মিম এখন ‘গোলাপী’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

মডেল-অভিনেত্রী মারিয়া মিম। বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করলেও কখনো মিউজিক ভিডিওতে দেখা যায়নি তাকে। প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে মডেল হলেন হালের এ লাস্যময়ী। হিপ-হপ (ফাংকি) ধারার এই গানটির নাম ‘গোলাপী’। সম্প্রতি ফিল্ম ভ্যালিতে এর দৃশ্য ধারণ হয়েছে। ইফতির লিরিক ও রণর তৈরি গানটির সুর ও সংগীতায়োজনও এ দুজনের। ‘গোলাপী তোর রসের জিলাপি, খাইয়া হইতে চাই আজকে পাপী’ এমন গানের মিউজিক ভিডিওতে মিমের বিপরীতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। প্রথমবার জুটি হয়ে কাজ করলেন তারা। তাই তাদের কেমিস্ট্রি ছিল বেশ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দও।

মিম জমজমাটকে বলেন, ‘মিউজিক ভিডিওটি আমার ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। ফ্যান-ফলোয়ার এবং দর্শকরা নতুনভাবে আমাকে স্ক্রিনে দেখবে। ড্যান্স কোরিওগ্রাফার ফ্লাই ফারুকের কোরিওগ্রাফিতে অসম্ভব চমৎকার একটি গানে পারফর্ম করেছে সবাই। আশা নয় বিশ্বাস মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। ‘গোলাপী’ মিউজিক ভিডিওটি আসন্ন ভালোবাসা দিবসে যে কোনো প্লাটফর্মে অবমুক্ত হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ