যুগান্তর চাকমার ‘সত্যের ভাত নাই’ গানে কন্ঠ দিলেন মুন সুর। এরই মধ্যে মুন বেশ কিছু গান গেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্রের আইটেম গানে প্লেবাক করেছেন তিনি। শাইলু শাহর সঙ্গীতায়োজনে আইটেম গানে কন্ঠ দেন এই কণ্ঠশিল্পী। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সাইফ খান, নবাগতা রানী খান, রেবেকা রউফ, শিবা শানু, নিজাম কমলাপুরী, তনু পান্ডে, ডন, গংগুয়া ও ওস্তাদ জে সি চাইনিজ।
বাংলা চলচ্চিত্রের ‘চাইনিজ’ ভিলেন। বাংলাদেশের চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে তিনি ‘চাইনিজ’ হিসেবেই পরিচিত। তার আসল নামের সাথেও যুক্ত হয়ে গেছে ‘চাইনিজ’ নামটি। ওস্তাদ জাহাঙ্গীর আলম এই নাম তাঁকে দেন। মিডিয়ার লোকজনও তাকে চাইনিজ নামেই চেনে, এ নামেই তিনি বেশ স্বাচ্ছন্দবোধ করেন। চাইনিজের আসল নাম যুগান্তর চাকমা। ঢাকাই চলচ্চিত্রে তিনি খল চরিত্রে অভিনয় করেছেন প্রায় ৪০০ ছবিতে।
Leave a Reply