রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
Uncategorized

‘আশীর্বাদ’ ছবি থেকে বাদ পড়লেন ইমন সাহা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

সরকারি অনুদানে নির্মাণাধীন ‘আশীর্বাদ’ ছবির সংগীত পরিচালনা থেকে বাদ পড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক ইমন সাহা। আজ দুপুর ২টার সময় এই তথ্য জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি বলেন, সংগীত পরিচালক ইমন সাহাকে আমাদের ব্যক্তি গত কারণে বাদ দেওয়া হয়েছে। ছবির সংগীত পরিচালনার জন্য অন্য কেউ-কে নিয়ে ভাবছি। বিষয়টি জানতে প্রযোজকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। পরবর্তীতে পরিচালক নিশ্চিত করেন সে অসুস্থ। এ ব্যাপারে জানতে ইমন সাহার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ছবি দিয়ে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক জিয়াউল রোশান। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’। এতে আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, রেবেকা রউফ, রেহেনা জলি সীমান্ত সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ