অভিনেতা ও নির্মাতা এমএনইউ রাজু। এর বাইরে তার আরেকটি পরিচয় রয়েছে। তিনি একজন কণ্ঠশিল্পী। ইতিমধ্যে তার গাওয়া গান শ্রোতাদের নিকট বেশ সমাদৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার আরও একটি গান নিয়ে এলেন তিনি। গানটির শিরোনাম ‘বিষুদবার’।
‘বুকের ভিতর একলা নদী ধরফরাইয়া বয়, ঢেউয়ের সাথে পাল্লা দিয়া তোমার নামটা কয়, তুমি আছগো কই, শোনো না সই, শুইনা যাও একবার, তোমার কথা পড়ে মনে আইলে বিষুদবার’। এমন কথামালায় সাজানো ফোক ঘরানার এই গানটির কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি, সুর করেছেন সালেহ বিশ্বাস। ‘বিষুদবার’ শিরোনামের এই গানটির সংগীত আয়োজন করেছেন সাইদ কামরুজ্জামান সুজন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এমএনইউ রাজুর নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বিষুদবার’ গানটি মুক্তি পেয়েছে।
রাজু বলেন, গানটির কথা, সুর ও সংগীতয়োজন আমার খুব ভালো লেগেছে। আমিও আমার সর্বোচ্চ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি৷ আশা করি সবার ভালো লাগবে। আমার পূর্বের গানগুলো শ্রোতাদের নিকট যেমন সমাদর পেয়েছে তা দেখে আমি বেশ অভিভূত। এই গানটিও তেমন সমাদর পাবে আশা করি।
Leave a Reply