চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। মাত্র ১৪ বছর বয়সে চলচ্চিত্রে পা রেখে রুপালি জগতের দর্শকদের তাক লাগিয়ে দেন তিনি। এরপর কাজ করেছেন অসংখ্যা সিনেমায়। মাঝে পর্দা বিরতি। দীর্ঘ বিরতি শেষে ‘ইয়েস ম্যাডাম’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন কেয়া। বর্তমানে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। ছবির নাম ‘সীমানা’। কেয়ার বিপরীতে আছেন এ প্রজন্মের চিত্রনায়ক সাইফ খান। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে একটি ছবির শুটিং শেষ করে সদ্য দেশে ফিরেছেন সাইফ খান। ফিরেই নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব। ঢাকার সাভারে একটি বাগানবাড়িতে ২৯ জানুয়ারি থেকে এর শুটিং চলছে। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত এ ছবির শুটিং একটানা চলবে বলে জানা গেছে।
অভিনয় প্রসঙ্গে সাইফ খান বলেন, দারুণ একটি গল্প। কনকনে শীতের মধ্যে ভোর থেকে গভীর রাত পর্যন্ত শুটিং করছি। শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও পুরো ইউনিট খুব উৎসাহের সঙ্গে কাজ করছে। আশা করি ভালো কিছু দাঁড়াবে। কেয়া বলেন, সাইফের সঙ্গে প্রথম কাজ করছি। ভালো ছেলে। অভিনয়ও ভালো করে। তা ছাড়া এ ধরনের গল্পের ছবিই দর্শক পছন্দ করেন। নির্মাতার মুনশিয়ানা, আমাদের পরিশ্রম-সব মিলিয়ে ভালো একটি প্রজেক্ট হচ্ছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে। ছবিটি চলতি বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।
Leave a Reply