দলবদলের পালায় এবার কি জুড়তে চলেছে আরও একটি নাম! তৃণমূল ছাড়ছেন টলিউডের অভিনেতা ও যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। দল ছাড়ার ইঙ্গিত দেওয়ার সময় যিনি জানিয়ে দিয়েছেন, যেখানে সম্মান পাব, সেখানেই যাব। তবে গেরুয়া শিবিরেই তিনি যাচ্ছেন কিনা, তা পরিষ্কার করেননি হিরণ। তাঁর কথায়, বিজেপি ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।
শনিবারই রাজনৈতিক শিবির বদলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার দলত্যাগী বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র তথা খ্যাতনামা চিকিৎসক রথীন চক্রবর্তী, রানাঘাটের প্রাক্তন বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার মধ্যেই এবার নজরে হিরণ। ঠিক কী বলেছেন তিনি? দল ছাড়ার কথা বলতে গিয়ে তাঁর গলায় ঝরে পড়ল অভিমান, প্রচার নয়, কাজের জন্য যাব। ভোটের সময় বলা হয় এখানে যাও, ওখানে যাও। প্রচার করে এসো। কিন্তু ভোট শেষ হয়ে গেলে কেউ একটা ধন্যবাদের মেসেজও পাঠায় না। এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম দলবদল ঘিরে। টলিউডও সেই সমীকরণের বাইরে নয়। হিরণ শেষ পর্যন্ত পদ্ম শিবিরে যোগ দেন কিনা সেটাই এখন দেখার।
Leave a Reply