চতুর্থ সিলেট চলচ্চিত্র উৎসবে ২টি পুরস্কার অর্জনের পর ১৪তম আর্ন্তজাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২১ এ প্রদর্শিত হতে যাচ্ছে রহমতুল্লাহ্ তুহিন এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলোক বর্ষ দুরে’ । শনিবার বিকালে শাহবাগের কেন্দ্রীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২১ এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এবারের আর্ন্তজাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ৩৭টি দেশের ১৭৯টি চলচ্চিত্র অংশগ্রহন করছে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৩টি ভেন্যুতে চলবে এ উৎসব। ২রা ফেব্রুয়ারী শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হবে রহমতুল্লাহ্ তুহিন ‘আলোক বর্ষ দুরে’ স্বল্পদৈর্ঘ্যটি।
একজন মা এবং প্রবাসে পড়ুয়া সন্তানের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৪র্থ সিলেট চলচ্চিত্র উৎসব ২০২০ সেরা অভিনেত্রীর পুরষ্কার অর্জন করেন এ অভিনেত্রী। ওয়াহিদা মল্লিক জলি বলেন, ‘রহমতুল্লাহ্ তুহিন একজন অত্যন্ত গুনী নির্মাতা। তার পরিচালনায় অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ বোধ করি। এই পুরস্কারের সেও একজন ভাগিদার।’
‘আলোক বর্ষ দুরে’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল ১৮তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে এবং এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এ অংশগ্রহন করে। নির্মাতা রহমতুল্লাহ্ তুহিন ১৩তম আর্ন্তজাতিক শিশু চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি ব্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’ নিয়ে অংশগ্রহণ করেছিলেন। এই চলচ্চিত্রটি পিস ফিল্ম ফ্যাস্টিভাল ২০১৯ এ ষ্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড অর্জন করে এবং রাশিয়ার ‘জিরো প্লাস’ আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
রহমতুল্লাহ্ তুহিন ২ যুগের অধিক সময় ধরে দেশীয় চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ায় প্রশংসার সাথে অনেক জনপ্রিয় নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি নির্মাণ করে আসছেন। এই নির্মাতার ৫২০ পর্বের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ক্ষনিকালয়’ মাছরাঙ্গা টেলিভিশন এর একটি অন্যতম প্রশংসিত নাটক। মাছরাঙ্গা টেলিভিশন এর প্রোগ্রাম ইনচার্জ জনাব আরিফ রহমান বলেন, ‘রহমতুল্লাহ্ তুহিন অত্যন্ত জনপ্রিয় নির্মাতা, তার নির্মিত নাটক ক্ষনিকালয় একটি ব্যবসা সফল এবং দর্শক নন্দিত নাটক। প্রায় ৪ বছর ব্যাপি প্রচারিত এই নাটক অনেকবার টি আর পি র শীর্ষে অবস্থান করে নিয়েছে।’
পরিচালক রহমতুল্লাহ তুহিন, প্রযোজকদের কাছেও সমান জনপ্রিয়। প্রযোজক খোরশেদ আলম বলেন, রহমতুল্লাহ্ তুহিন সবসময়ই প্রযোজকদের স্বার্থের কথা মাথায় রেখেই কাজ করেন। তার পরিচালিত বেশিরভাগ প্রযোজনাই ব্যবসা সফল হয় যে কারনে প্রযোজকরা সবসময়ই তাকে দিয়ে নির্মান করাতে আগ্রহী।’
Leave a Reply