নব্বই দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন নাজনীন হাসান চুমকি। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সাময়িক বিরতি শেষে অভিনয়ে ফিরলেন এ অভিনেত্রী। আজ থেকে নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাম ‘সাদমান দ্য রিয়েল হিরো’।
নাটকটি রচনা ও পরিচালনা করছেন ক্যামেরাম্যান মশিউর রহমান। এতে ছোট্ট মাইশা চরিত্রে অভিনয় করবে মশিউরের কন্যা সুকন্যা রহমান মাইশামণি। নাজনীন চুমকী জানান, নাটকটিতে তিনি হিরোর বোন শায়লা চরিত্রে অভিনয় করছেন। আজ থেকে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণের শুটিং শুরু হয়েছে। দর্শক নাটকটি পছন্দ করবে।
Leave a Reply