মুজিববর্ষ উপলক্ষে স্বাধীনতা দিবসে মুক্তি দেবার লক্ষ্যে নির্মিত হয়েছে ‘প্রিয় কমলা’ সিনেমাটি। এতে নাম ভূমিকায় (কমলা) অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাহিনীকার, গীতিকার, উপস্থাপক, অভিনেতা, পরিচালক শাহরিয়ার নাজিম জয়। গত বছরের শেষের দিকে সিনেমাটির শূটিং শুরু হয়। কারণ মুক্তি দেবার কথা ছিল বিজয় দিবসে। কিন্তু সেই সময় তাড়াহুড়া করে আর মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই অনেকটাই গুছিয়ে এনে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
অপু বিশ্বাস বলেন, কমলা চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেবার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিচালকের প্রতি। তিনি এই সুযোগ না করে দিলে একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাতে আমার কাজ করা হয়ে উঠত না। কারণ এ ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়ে উঠেনি। কমলা চরিত্রটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখার পর বুঝতে পারব, আমি কতটুকু পেরেছি।
Leave a Reply