বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন ফিল্ম ক্লাবের এ বছরের কার্যনির্বাহী সদস্য পদে ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ। এতে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। সানীর নেতৃত্বাধীন কমিটি আগামী এক বছর ফিল্ম ক্লাবের দায়িত্ব পালন করবেন। বরাবরের মতো এ বছরও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিএফডিসিতে। শনিবার বেলা ২টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রথমবার ফিল্ম ক্লাবের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত নজরুল রাজ। তিনি বলেন, সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা আমাকে নির্বাচিত করার জন্য। সম্প্রতি নজরুল রাজ তার প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়া থেকে আটটি টেলিভিশন নাটকের কাজ শেষ করেছেন। যা খুব শীঘ্রই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। নাটকগুলোতে অভিনয় করেছেন ছোটপর্দার একঝাঁক তারকা শিল্পী।
Leave a Reply