সংগীত শিল্পী রিপন রহমান। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী। গোল্ড মেডেল পাওয়া এই শিল্পী এখন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে এক জনপ্রিয় নাম। আমেরিকার বিভিন্ন শহরে গান করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০০৫ সালে সিএমভি থেকে ‘তুমি চলে যেওনা’ শিরোনামের প্রথম অ্যালবাম জনপ্রিয়তা পায়। সেই সময়ে তিনি কিছু বাংলা চলচ্চিত্রেও গান করেন। করেছেন টেলিভিশনের বিজ্ঞাপনে জিংগেল। কিন্তু হঠাৎ করে তিনি লটারি পেয়ে আমেরিকায় চলে যান। কিন্তু তার সংগীত থেমে যায়নি। বরাবরের মতোই সেখানেও তিনি স্টেজ শোর পাশাপাশি নিজের লেখা গান করে ইউটিউবে প্রকাশ করেন।
তারই ধারাবাহিকতায় আসন্ন ভালোবাসা দিবসে রিপনের একটি মৌলিক গান প্রকাশিত হতে যাচ্ছে ইউটিউবে। শিরোনাম ‘ইশ’। সুর এবং সংগীত করেছেন হেলাল আহমেদ। ৪০ বছরের একজন রোমান্টিক স্বামী এবং ১৯ বছরের এক স্ত্রীর সম্পর্ক দেখানো হয়েছে গানটিতে। গানটি পরিচালনা করেছেন ফাহাদ হাসান শান। গানটিতে অভিনয় করেছেন জামশেদ শামীম। যিনি অসংখ্য দর্শকপ্রিয় গানের মডেল হিসেবে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘জানোয়ার’ ও ‘ইরিন ইরানি’ অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। আগামী ১১ ফেব্রুয়ারি ‘ইশ’ শিরোনামের গানটি ইউটিউবে মুক্তি পাবে।
Leave a Reply