বিশ্ব ভালোবাসা দিবসে আসছে রবিউল ইসলাম জীবনের কথায় সায়েরা রেজার ভ্যালেন্টাইনস স্পেশাল ‘যার লাগিয়া’। শোভন রায়-এর সুর ও সঙ্গীতে ‘যার লাগিয়া’ নতুন বছরে মুক্তি পাওয়া তার তৃতীয় মৌলিক গান। চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড ২০২০ এর দেশ-সেরা ফোক শিল্পী সায়েরা রেজা এ বছরের শুরুতেই জানান দিয়েছিলেন ২০২১ এ তাঁর বেশ কিছু মৌলিক গান প্রকাশিত হবে। কথা রাখছেন তিনি। ইতিমধ্যে ‘দিওয়ানা মাস্তানা’ এবং ‘পরাণ পাখি ময়না’ শিরোনামে ২টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই গান দুটি বেশ সাড়া ফেলেছে সঙ্গীতাঙ্গনে। জনপ্রিয় এ সুফী-ফোক ডিভা’র নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ’ থেকে প্রকাশিত হবে এ ফোক গানটি।
স্বকীয় ঢং এবং দরাজ কন্ঠশৈলীর কারণে মিউজিক ইন্ডাস্ট্রিতে বিশেষভাবে পরিচিত সায়েরা রেজা নতুন গানে কন্ঠ দেয়া, টিভি লাইভ ও স্টেইজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এখন। তবে শত ব্যস্ততার মাঝেও নিজের গানের গুনগত মান ঠিক রাখতে সব সময়ই সচেতন তিনি। এ কারণেই এ যাবত বেশ কিছু জনপ্রিয় গান এসেছে শিল্পীর কাছ থেকে এবং সামনে শ্রোতাদের জন্য আরো অসংখ্য ভালো গান মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে বলে জানালেন সায়েরা রেজা।
Leave a Reply