তানজীব সারোয়ার ও বাঁধন সরকার পূজা আলাদা হয়ে প্রচুর সফল গান উপহার দিয়েছেন। অথচ সমসাময়িক এই শিল্পীদ্বয়ের এক হয়ে গানের সংখ্যা মাত্র একটি! ‘ফানুশ’ নামের সেই গানচিত্রটি বেশ প্রশংসা পায়। সিএমভি’র প্রযোজনায় এটি প্রকাশ হয় গেল বছর কোরবানির ঈদে। সেই রেশ ধরে এই জুটিকে নিয়ে আবারও গান প্রকাশ করছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠানটি। গানচিত্রটির নাম ‘হারিয়ে গেলে কষ্ট পাবো’। তানজীব সারোয়ারের কথা-সুর-কণ্ঠে সহশিল্পী হিসেবে কণ্ঠ মিলিয়েছেন পূজা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
তানজীব জানান, গানটির গ্ল্যামারাস ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর এতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তন্ময়। কণ্ঠশিল্পী হিসেবে ভিডিওতে হাজিরা থাকছে তানজীব-পূজারও। গানটি প্রসঙ্গে তানজীব বলেন, ‘এটা ভালোবাসার গান। ভালো বাংলা গান। শ্রোতা-দর্শকদের জন্য এটা আমাদের ভালোবাসা দিবসের উপহার।’ সিএমভি জানায়, গানচিত্রটি প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
পূজা বলেন, ‘তানজীব ভাইয়ার সঙ্গে এটা আমার ২য় গান। প্রথম গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। সেটিও প্রকাশ করেছে সিএমভি। গানটিতে রোমান্টিক একটা গল্প আছে। ছেলেটা প্রেম করতে চায়। মেয়েটা বন্ধু থাকতে চায়। ভিডিওটাও দারুণ হয়েছে।’
Leave a Reply