সুন্দরী, সুহাসিনী এবং লাস্যময়ী মডেল রাইয়া রাকা। তার শুরুটা থিয়েটার দিয়ে। যেখানে বর্তমান প্রজন্মের নবীনদের মধ্যে শেখার আগ্রহ তেমন একটা দেখা যায় না সেখানে রাকা যেন নিজেকে তৈরি করে মিডিয়ায় প্রতিষ্ঠিত করতে পথচলা শুরু করেন। স্বপ্নের মানুষের এ স্বপ্নের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। এরই মধ্যে বেশ কিছু নাটক ও গানচিত্রে অভিনয় কর নিজের অভিনেত্রী সত্ত্বারও জানান দিয়েছেন রাকা। একের পর এক নতুন নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুর ২টায় রাকার ‘হৃদয়ে লেখা নাম’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও চন্দ্র টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
ভালোবাসা দিবসকে সামনে রেখে এ মিউজিক ভিডিওটি প্রকাশ পায়। গানটিতে কন্ঠ দিয়েছেন সরোয়ার ও স্বরলিপি। লিখেছেন প্রদীপ সাহা, সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। রাকার বিপরীতে মডেল হয়েছেন আব্দুল আজিজ। এ প্রসঙ্গে রাকা বলেন, গানের কথাগুলো চমৎকার। গানের সাথে মিল রেখে নান্দনিক একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি আমার নতুন মিউজিক ভিডিওটি দর্শকের পছন্দ হবে।
Leave a Reply