মুহাম্মদ মিফতা আনান পরিচালিত ‘ঢাকাইয়া আশিক’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু তরুণ অভিনেতা সাগর রহমান। তারপর একের পর নাটকে অভিনয় করেন। নাটক ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং মিউজিক ভিডিওতে কাজ করছেন নিয়মিত। নির্মাতা ভিকি জাহেদ ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি নাটক পরিচালনা করছেন এবার। তার পরিচালিত ‘মাজনু’, ‘ভুলজন্ম’, ‘ছন্দপতন’ এবং ‘ফুড লাভার ভ্যান’ নামে চারটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে সাগরকে।
মাজনু নাটকটি ১২ ফেব্রুয়ারি লাইভ টেক এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ১৪ ফেব্রুয়ারি রাত ১১.৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘ভুলজন্ম’। অন্য দুটি নাটক শীঘ্রই প্রচার হবে। নাটক দুটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবীন চোধুরী। ভালোবাসা দিবসের চার নাটকে অভিনয় সম্পর্কে জানতে চাইল অভিনেতা সাগর রহমান বলেন, ভিকি জাহেদের মতো এত বড় মাপের একজন পরিচালকের এতগুলো নাটকে অভিনয় করা সত্যিই সৌভাগ্যের। আমাকে এত বড় সুযোগ দেবার জন্য ভিকি ভাইয়ের কাছে কৃতজ্ঞ।
Leave a Reply