দীর্ঘ বিরতি শেষে কনসার্টে ফিরছেন রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। ‘ক্লাসরুম’-এর আয়োজনে ১২ মার্চ মিরপুরের পিএসসি কনভেনশন হলে আয়োজিত কনসার্টে নগর বাউল অংশ নিচ্ছে বলে জানা গেছে। এটি ছাড়াও মার্চে আরও তিনটির মতো কর্পোরেট শোতে অংশ নেবে নগর বাউল। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে ২০২০ সালের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে শেষবারের মেতো গান পরিবেশন করেছিলেন জেমস। এরপর করোনাভাইরাসের ফাঁদে ঘরবন্দি সময়ে আর কোনও কনসার্টে দেখা যায়নি তাকে।
মাঝে করোনাভাইরাসের টিকা নিয়েছেন তিনি; সবাইকে টিকা নিতে উৎসাহিত করেছেন এ রক তারকা। ২০১৭ সালে ‘সত্ত্বা’ চলচ্চিত্রে ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস।
Leave a Reply