অভিনেত্রী ফারজানা ছবি। অভিনয় ঘিরেই তার সকল ব্যস্ততা। ‘কানামাছি’ শিরোনামের নতুন একটি ছবিতে অভিনয় করছেন তিনি। সিনেমার চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন অঞ্জন আইচ। কক্সবাজার বান্দরবনের মনোরম সব লোকেশনে টানা ১৪ দিন হয় এর দৃশ্য ধারণ। বি ডি বক্স প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত নতুন এই সিনেমায় ছবির চরিত্রের নাম শিউলী। জীবনের নানামুখী বাস্তবতায় পোড় খাওয়া মেয়ে শিউলী। এমনকি প্রেমের সম্পর্কেও আঘাত পেয়ে অন্য মানুষ হয়ে ওঠে। এক পর্যায়ে জড়িয়ে পরে বিভিন্ন অসৎ কর্মকান্ডে। এরই ধারাবাহিকতায় একটি গুপ্তধনের নকশা চুরির নিমিত্তে শিউলি তার এক সঙ্গী নিয়ে রওনা হয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।
শিউলি চরিত্রে অভিনয় প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘আমি বরাবরই গতানুগতিক চরিত্রে অভিনয় করে আনন্দ পাই না। তাই ভিন্ন ভিন্ন চরিত্র খুঁজি। শিউলি চরিত্রটি আমার তেমনই একটি নতুন প্রচেষ্টা। গেটআপে ভিন্নতা তো রয়েছেই সেই সঙ্গে সম্পূর্ণ নতুন আঙ্গিকের একটি চরিত্র রূপায়নের আনন্দ পেয়েছি। চমৎকার একটি টিম পেয়েছি, পরিচালক থেকে শুরু করে টিমের প্রত্যেকের অকুন্ঠ সহযোগীতা পেয়েছি বলেই চরিত্রটি সফল ভাবে করতে পেরেছি। খুব শীঘ্রই সিনেমার ঢাকার অংশের দৃশ্য ধারণ শুরু হবে।
Leave a Reply