সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন তিনি। তবে শুক্রবার সকালে অভিনেতার কন্যা কোয়েল আহমেদ জানিয়েছেন তার বাবার অবস্থার উন্নতি হয়েছে। সবার মনে ফিরিয়েছেন স্বস্তি। রাত পোহাতেই সেই কিংবদন্তি ফিরে গেলেন না ফেরার দেশে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ফেসবুকে লিখেন, চলে গেলেন সকলের প্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন। আমীন। মনে বড় আফসোস রয়ে গেল আমি আমার বাবার কাছে পিরোজপুরে থাকার কারনে আপনাকে শেষবারের মত দেখতে পারবো না।
Leave a Reply