ছোটপর্দার প্রিয় মুখ সারিকা ও ফারহান। সারিকা নাটকে কিছুটা অনিয়মিত হলেও ফিরেই বেছে বেছে কাজ করছেন। চেষ্টা করছেন নিয়মিত হতে। সম্প্রতি ‘সিগন্যাল’ নামের একটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন তারা। কুদরত উল্লাহর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। এর আগেও সারিকা-ফারহান এক সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ণ হয়েছে।
ফারহান বলেন, নাটকের গল্পটি সুন্দর। আমি সব সময় চেষ্টা করি বেছে বেছে কাজ করার। সংখ্য না বাড়িয়ে মানে নজর থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নাটকটি অনলাইন প্লাটফর্মে অবমুক্ত হয়েছে। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।
Leave a Reply