জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। মীরাক্কেল মঞ্চ থেকে নেমে নিয়মিত অভিনয় করছেন নাটক-চলচ্চিত্রে। অথচ কমেডি আর গানের মিশেলে দারুণ পরিচিতি গড়ে উঠেছিল তার। কলকাতা থেকে ঢাকায় ফিরে জামিল নিজেকে জড়ালেন অভিনয়ে। এরই মধ্যে অভিনয়ে জামিল বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন অভিনেতা জামিল। হাজির হচ্ছেন সুরকার-কণ্ঠশিল্পীর পরিচয়ে। একটু বিলম্বে হলেও জামিল ফিরছেন গানের জগতে। এরমধ্যে শেষ করেছেন ‘বন্ধুরে তুই আমার চোখের নোনাজল’ শিরোনামে একটি গান। লুৎফর হাসানের কথায় গানটির সুর করেছেন জামিল নিজেই। রানা আখন্দের সংগীতায়োজনে সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। শেষ করেছেন ভিডিও শুটিংও। এতে তার বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন তুলনা হারুন। আরও আছেন সুস্মিতা সাহা ও অরিত্রা। গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন বিকাশ সাহা।
গানটি প্রসঙ্গে জামিল বলেন, অনেকদিন পর মৌলিক একটি নতুন গান করলাম। প্রেম-বিরহ মিশে আছে এ গানে। চমৎকার কথা ও সুর শ্রোতাদের মুগ্ধ করবে বলে প্রত্যাশা করছি। ১ মার্চ গানচিত্রটি প্রকাশ হবে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
Leave a Reply