স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দর্শকপ্রিয় ৬ সংগীতশিল্পী কন্ঠে তুলেছেন ‘স্বাধীনতার ৫০ বছর’ শিরোনামের একটি গান। এনামুল হক অপুর কথায় গানটি গেয়েছেন স্বীকৃতি, হুমায়রা বশির, রাজা বশির, ইব্রাহিম খলিল, স্মরণ ও মোমিন বিশ্বাস। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজা বশির। সম্প্রতি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং চিত্রায়ণ হয়েছে একটি মিউজিক ভিডিও। এতে অংশ নেয় শিল্পীরা নিজেরাই। মার্চের প্রথম সপ্তাহে ‘সারগাম সাউন্ড স্টেশন’ নামের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে। বশির আহমেদের সুযোগ্য দুই সন্তান হুমায়রা বশির ও রাজা বশিরের সার্বিক তত্বাবধানে গানচিত্রটি ধারণ করা হয়।
এ প্রসঙ্গে মোমিন বিশ্বাস বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি নিয়ে সবারই একটা আলাদা আবেগ কাজ করছে। এমন আবেগকে মাথায় রেখে সবাই এক সঙ্গে দেশের গান করতে পারা নিঃসন্দেহে ভালোলাগা কাজ করে। শিল্পী হিসেবে প্রতিটি শিল্পীরই দেশের প্রতি আলাদা দুর্বলতা কাজ করে। এমন একটি ইতিহাসের সাক্ষী হতে পেরে বেশ ভালো লাগছে। রাজা বশির অনেক সুন্দর করে সুর ও সংগীত আয়োজন করেছেন। আশা করছি গানচিত্রটি সবার ভালো লাগবে।’
Leave a Reply