দর্শকপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকারও তিনি। তবে অভিনয়শিল্পী হিসেবেই বেশি পরিচিত। তবে দর্শকদের সামনে এ অভিনেত্রী নতুন পরিচয়ে আসছেন। আত্নপ্রকাশ করতে যাচ্ছেন লেখক হিসেবে। আগামী বই মেলার জন্য এরই মধ্যে বইটি লেখার কাজ শেষ করেছেন তিনি। বইটির নাম রেখেছেন ‘আইরা ও মায়ের অভিযান’।
বই নিয়ে মিথিলা বলেন, আমার আর আইরার একসাথে ঘুরে বেড়ানোর অভ্যাস ছোটবেলা থেকেই। কাজের সূত্র ধরে আইরাকে নিয়ে উগান্ডা, তানজানিয়া, যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি দেশে গেছি। দুজন মিলে তানজানিয়ায়র একটি দ্বীপে ঘুরে বেড়ানোর গল্প উঠে এসেছে এবারের বইটিতে। বইটা কথা বলার মতো করেই লিখেছি। গল্পে আমি আর আইরা দুটি চরিত্র। আমি শিওর বইটা যখন মেলায় প্রকাশিত হবে সব বাবা-মা এবং বাচ্চারা কানেক্ট করতে পারবে।
Leave a Reply