৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী সালমা আক্তার ও জাহাঙ্গীর কবিরের নতুন গানচিত্র ‘তুমি প্রিয়তমা’। রনক ইকরামের কথায় এর সুর করেন এআর রাব্বী, সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। মডেল হয়েছেন সুস্মিতা সিনহা ও জাহাঙ্গগীর কবির নিজেই। সোমবার (৮ মার্চ) আরএসএল মিডিয়া প্রোডাকশন ইউটিউব চ্যানেলে ‘তুমি প্রিয়তমা’ গানচিত্রটি মুক্তি পাবে। হাবীব রহমানের কোরিওগ্রাফিতে এটি নির্মাণ করেছেন আরএসএল টিম।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, ‘গানের কথাগুলো দারুণ। চেষ্টা করেছি দর্শকদের ভিন্ন কিছু দিতে। দীর্ঘদিন পর অনেক সুন্দর একটি গান করেছি। তাই ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ গানটির গীতিকার এবং সুরকারকে আমাকে দিয়ে চমৎকারভাবে গানটি গাওয়ানোর জন্য। আমি চেষ্টা করেছি গানটি ভালোভাবে গাইতে। আশা করছি শ্রোতা দর্শকেরও গানটি ভালো লাগবে।’
Leave a Reply