চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম আর নেই। কিডনিজনিত জটিলতায় তিনি সোমবার রাত ১০:০৫ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। জমজমাটকে খবরটি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা জি এম সৈকত। কিডনি জটিলতায় শুক্রবার (৫ মার্চ) রাতে জরুরি ভিত্তিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরিস্থিতি একেবারে নাগালের বাইরে যাওয়ায় শনিবার ভোরেই লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে।
জানা যায়, পাঁচ বছর আগে থেকে শাহীন আলম কিডনির সমস্যায় ভুগছেন। এর মধ্যে গত সাড়ে ৪ বছর ধরে তিনি ডায়ালাইসিস করে আসছেন। গত শুক্রবার রাতে খুবই অসুস্থ হয়ে পড়েন শাহীন আলম। অবশেষে মৃত্যর কাছে হার মানেন এ অভিনেতা। শাহীন আলমের শুরুটা মঞ্চ নাটকের মাধ্যমে। এরপর ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মায়ের কান্না’। শাহীন আলম শেষ ক্যামেরার সামনে দাঁড়ান রকিবুল আলম পরিচালিত ‘দারোয়ানের ছেলে’ ছবির জন্য। এরপর কাজী হায়াতের দুটি ছবির কাজ করলেও আর তাকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি।
Leave a Reply